ওয়েবডেস্ক- কৌতুক অভিনেতা কপিল শর্মাকে (Comedian Kapil Sharma) হুমকির ঘটনায় অভিযুক্তকে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ (Mumbai Crime Branch) । কমিল শর্মার কাছ থেকে ১ কোটি টাকা তোলা চেয়েছিল অভিযুক্ত। ধৃতের নাম দিলীপ চৌধুরী (Dilip Chaudhary)। অভিযুক্ত হুমকি দেওয়ার সময় গ্যাংস্টার রোহিত গোধরা ও গোলডি বারের নাম করে ফোন করে। গত ২২ থেকে ২৩ সেপ্টেম্বর কপিল শর্মা একাধিক হুমকি ফোন আর ভিডিয়ো পায়। মুম্বই অপরাধ দমন শাখা দিলীপ চৌধুরীকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে। তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে। অভিযুক্তের বিরুদ্ধে হুমকি ফোন, সহ ১ কোটি টাকা তোলাবাজির দাবিতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কেবল হুমকি ফোন কলই করেনি, বরং কপিল শর্মাকে ভয় দেখানোর ভিডিওও পাঠিয়েছে। গত ২২ ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে কপিল শর্মা সাত বার হুমকি কল পেয়েছেন। অপর একটি নাম্বার থেকেও হুমকি ফোন করা হয়।
আরও পড়ুন- ‘করিশ্মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও টাকা’
অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ। এর পশ্চিমবঙ্গকে অভিযুক্ত দিলীপ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। আরও তদন্তের জন্য তাকে এখন মুম্বাইতে আনা হচ্ছে। তাকে আদালতে হাজির করা করা, এবং আদালত তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ধৃত কোনও গ্যাংস্টারের সঙ্গে জড়িত কিনা, নাকি খালি হুমকি দিয়ে ভয় পাইয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন আরও খবর-